Search
Close this search box.

চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:– ভেজাল সার বিক্রয় ও মজুদ করার অপরাধে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় সার, বীজ ও কীটনাশক দোকান তদারকির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজারে উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন ওষুধ, বীজ ও সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে কামরুল হাসান মালিকানাধীন মেসার্স কামরুল ট্রেডার্সকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, এক মাস আগে ওই প্রতিষ্ঠানের গুদাম থেকে ৮ বস্তা বাংলা টিএসপি সার সন্দেহভাজন হিসেবে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষায় এগুলো ভেজাল সার বলে প্রমাণিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।