Search
Close this search box.

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে এনসিপি ও সন্ধ্যায় জামায়াতের বৈঠক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মবিনুর রিমন ঢাকা:- দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এরই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় যাবে এনসিপি। অন্যদিকে, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।