দিনাজপুরে চাকরির পরীক্ষার হলে বার বার কাশি দিয়ে ফেঁসে গেছেন এক ব্যক্তি। তার কাছে পাওয়া গেছে দুটি ডিভাইস। খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের পরীক্ষার হলে শনিবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।
পরে অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জিজ্ঞাসাবাদে আটক পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় জালিয়াতির কথা স্বীকার করেন। তাকে বলা হয়েছিল প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন। বিষয়টি বুঝতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন তিনি।
কৃষ্ণপদ রায়ের দেওয়া তথ্যে পরবর্তীতে স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজন মো. সবুজ ও মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়।





