Search
Close this search box.

৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে সহকারী সমাজসেবায় নিয়োগে হাইকোর্টের নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডার সহকারী সমাজসেবা অফিসার পদে নিয়োগ দিতে রায় দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৬০ দিনের মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসন সচিব, সমাজকল্যাণ সচিব, পিএসসি চেয়ারম্যান, কমিশনের সচিবসহ বিবাদীদের নিদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। দ্রুত এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে আশা জানিয়েছেন রিটকারী আইনজীবী।

২০২৪ সালের ১৪ মার্চ সহকারী সমাজসেবা অফিসার পদে নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনকে আইনি নোটিশ পাঠান ৪১তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার ১৯০ জন। নোটিশে অপেক্ষমাণ প্রার্থীদের নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদ সহকারী সমাজসেবা অফিসার পদে সুপারিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়।

নোটিশের সাড়া না পেয়ে ২০২৪ সালের ১৯ মার্চ ৪১তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থী সানজানা কবীর ঈশা, মো. তারেকুর রহমানসহ ১৯০ জনের পক্ষে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। রিটের শুনানি শেষে ২০২৪ সালের ২০ মার্চ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে।

পরে বেঞ্চ পরিবর্তিত হয়ে মামলাটি বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চে আসে।