বিশেষ প্রতিনিধি:- আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় এ তথ্য।
মূলত, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ৩৩২ কোটি টাকা সরকারি অর্থ ক্রয় করে। দুদকের কাছে অভিযোগ আছে, এটি রাষ্ট্রিয় অর্থের অপচয়। এঘটনায় অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা মেলায় এবার অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।
এদিন দুদকের মামলায় ধানমন্ডি বাসা থেকে গ্রেফতার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে এক মামলায় বলা হয়, অগ্রনী ব্যাংকের দায়িত্ব থাকাকালে সংশ্লিষ্টদের যোগশাজসে ১৮৯ কোটি ঋণ জালিয়াতি করেছে।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন এই রোজ গার্ডেনেই গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে এ দলের নতুন নাম হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’।
২০১৮ ব্যক্তি মালিকাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত ওই বাড়ি কিনে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এতে সরকারের ৩৩১ কোটি ৭০ লাখ দুই হাজার ৯০০ টাকা ব্যয় হওয়ার কথা জানায় সরকার।





