Search
Close this search box.

রাজধানীতে কিশোর হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মবিনুর রিমন ঢাকা:- রাজধানীর উত্তরায় শান্ত নামে ১৬ বছরের এক কিশোরকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বিশেষ কায়দায় তৈরি নাইলনের রশি ও ভুক্তভোগীর অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মুহিদুল ইসলাম।

তিনি বলেন, পরিকল্পিতভাবে শান্তকে উত্তরা ১৭নং সেক্টরের ৭ নম্বর ব্রিজের কাছে নিয়ে যায় গ্রেফতারকৃতরা। এসময় কৌশলে ফাঁকা জমিতে নিয়ে গিয়ে রবিউল ইসলাম রানা নাইলনের রশি দিয়ে গলা চেপে ধরে এবং সামিদুল হক মনা ধারালো ছুরি দিয়ে গলা কেটে শান্তকে হত্যা করে।

পরে হজরত আলির সহায়তায় নেত্রকোনার দুর্গাপুরের নয়ন মিয়ার কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে। পুলিশের ধারাবাহিক অভিযানে ক্রেতাকে গ্রেফতার করে উদ্ধার করা হয় অটোরিকশাটি।

মূলত, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুরাগ থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের শনাক্ত করে। প্রথমে কাফরুল এলাকা থেকে হত্যার মূল পরিকল্পনাকারী মোঃ সামিদুল হক মনাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ রবিউল ইসলাম রানা , হজরত আলি ও মোঃ নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, এ ঘটনায় তুরাগ থানায় নিয়মিত হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।