Search
Close this search box.

টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতাল-দোকানপাট ভাঙচুর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় একটি বেসরকারি ক্লিনিক ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আনারস চত্বর এলাকায় বিএনপির মনোনয়ন না পাওয়া মোহাম্মদ আলীর সমর্থকরা সমাবেশ করছিলেন। এ সময় দলটির মনোনীত প্রার্থী মাহবুব আনাম স্বপন সমর্থকরা মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে। এতে দুইপক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ হয়। এ সময় একটি ক্লিনিকসহ সাত থেকে আটটি দোকান ভাঙচুর করা হয়।

পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির জানান, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।