Search
Close this search box.

সিরাজগঞ্জের হোসেনপুর ও মালশাপাড়ায় থেমে থেমে সংঘর্ষ, আহত অন্তত ৩০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুর ও মালশাপাড়া দুই মহল্লার মধ্যে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে।

কিন্তু নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণমাধ্যমকর্মীরাও নিরাপত্তাহীনতার কারণে সংবাদ সংগ্রহ করতে পারছেন না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে দুই মহল্লার সীমান্তবর্তী কাটাওয়াবদা মোড়ে টর্চ জ্বালিয়ে এবং গান বাজিয়ে শুরু হয় সংঘর্ষ।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, গত ১৪ নভেম্বর একটি চায়ের দোকানে বসা নিয়ে বাকবিতণ্ডার শুরু। এক পর্যায়ে সেটি সংঘর্ষে গড়ায়।

যার নেতৃত্বে ছিলেন হোসেনপুর এলাকার ছাত্রদল নেতা সুমন হোসেন ও মালশাপাড়া মহল্লার যুবদল নেতা মুছা আহম্মদ।

এরপর থেকেই দফায় দফায় সংঘর্ষ চলছে। হাসপাতাল সূত্রে জানা যায়, উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।