কামরুজ্জামান সজীব মহেশপুর:- ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা পরিশোধের কথা বলে মোস্তাক হোসেন নামে এক ইটভাটার লেবার সর্দারকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খালিশপুরের পুরুন্দপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা রাস্তার পাশে কলা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত মোস্তাক হোসেন মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশ। বাবুল উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের খালেকের ছেলে।
মহেশপুর থানা পুলিশ ও অভিযোগের এজাহার সূত্রে জানা যায়, মোস্তাক হোসেন ও বাবুল দুজনেই ইটভাটার লেবার সর্দার। ইটভাটায় লেবার দেয়ার নাম করে মোস্তাকের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নেয় বাবুল। কিন্তু লেবার না দিয়ে তালবাহানা শুরু করে সে।
পরে ঘটনার দিন বিকেলে টাকা ফেরত ও কিছু লেবার দেয়ার কথা বলে মোস্তাককে মারুফদহ গ্রামে ডেকে নিয়ে যায়। সেখানে লেবারদের সাথে কথা বলে সন্ধ্যায় একই মোটরসাইকেলে ফেরার পথে মোস্তাক বাবুলকে বাকি টাকার দেয়ার জন্য চাপ দেয়।
মোটরসাইকেলের পেছনে বসে থাকা বাবুল পূর্ব পরিকল্পিতভাবে রুপদহের-পুরুন্দপুর মাঠে পৌছালে পেছন থেকে চাকু দিয়ে গলায় পোঁচ মারলে মোটরসাইকেল থেকে দুজনেই ছিটকে পরে। উঠে আবারও বাবুল মোস্তাকের ঘাড়ে চাকু মারে। ধস্তাধস্তির এক পর্যায়ে পথচারীদের উপস্থিতি টের পেয়ে বাবুল পালিয়ে যায়।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযুক্ত আসামি বাবুলকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে মামলা প্রক্রিয়াধীন হয়েছে।





