Search
Close this search box.

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার সিদ্ধান্ত ট্রাম্পের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- মধ্যপ্রাচ্যের আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি।

এতে বলা হয়, মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার লক্ষ্যে চূড়ান্ত নথিপত্র তৈরি করছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা ও হামাসকে সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এর প্রেক্ষিতে মুসলিম ব্রাদারহুডের মিশর, লেবানন ও জর্ডানের শাখাগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছে।

উল্লেখ্য, মিশরসহ বেশ কয়েকটি দেশে কালো তালিকাভুক্ত মুসলিম ব্রাদারহুড। বিভিন্ন দেশে গোপনে কার্যক্রম পরিচালনা করে থাকে তারা। ১৯২৮ সালে মুসলিম স্কলার হাসান আল-বান্না প্রতিষ্ঠা করেন সংগঠনটি।

রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন আকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাখা-প্রশাখা রয়েছে মুসলিম ব্রাদারহু উঠ আপডের।