Search
Close this search box.

কেরু চিনিকলে শ্রমিকদের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৭

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলে শ্রমিকদের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৭ থেকে ৮ জন আহতের খবর পাওয়া গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চিনিকল অবরোধ করে রাখেন শ্রমিকদের এক পক্ষ। এসময় তারা দ্রুত কারখানা শ্রমিক ইউনিয়ন নির্বাচনেরৃ দাবি জানান। অবরোধ চলাকালে কারখানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কারখানার ব্যবস্থাপক (এমডি) মো. রাব্বিক হাসানসহ কর্মকর্তারা।

সর্বশেষ বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা।

কারখানার শ্রমিক, কর্মচারী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কেরু চিনিকলে দুই বছর পরপর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়ে থাকে।

চলতি বছরের ১৪ মার্চ ভোটের দিন নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে ১১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। এরপর থেকে প্রায় আট মাস ধরে শ্রমিকরা ভোটের দাবিতে আন্দোলন করে আসছেন। মূলত নির্বাচনের বিষয়টিকে কেন্দ্র করে শ্রমিক ও কর্মচারীদের দুই পক্ষের বিরোধ দেখা দেয়।

যেখানে একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন শ্রমিক নেতা। অন্য পক্ষে রয়েছেন বর্তমানে কমিটির পদে থাকা কয়েকজন শ্রমিক নেতা।

সর্বশেষ মঙ্গলবার সকাল ১০টার পর নির্বাচনের দাবিতে শত শত শ্রমিক বিক্ষোভ মিছিল করে প্রধান ফটকের সামনে বসে ও শুয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। দুপুর ১২টার দিকে ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলের দ্বিতীয় তলায় ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসানের এর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা তাদের ধাওয়া করে। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হাতাহাতি ও মারামারিতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে।এই পরিস্থিতিতে পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও সাবেক মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেবসহ স্থানীয় বিএনপি নেতারা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এসময় তাদের ধাওয়ার দেয় শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিল এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাবেক সভাপতি মো. তৈয়ব আলী ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, ভোটের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। ভোটের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে।

কেরু চিনিকলের এমডি মো. রাব্বিক হাসান বলেন, শ্রমিক–কর্মচারীরা দুই পক্ষ ভাগ হয়ে আছে। কেউ কারও কথা মানছে না। সবাইকে একসঙ্গে বসানোর চেষ্টা চলছে। সকাল থেকে তারা কারখানার প্রবেশ মুখে অবস্থান নেওয়ায় সবাই অবরুদ্ধ হয়ে পড়ি। বিকেল ৫টার দিকে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুলতান আহম্মেদ জানান, নির্বাচন নিয়ে দুপক্ষের উত্তেজনা বিরাজ করছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ইতোমধ্যে সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।