Search
Close this search box.

কীর্তনের প্রসাদ ও পুরোমন্দির সাজিয়ে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:- সারাদেশেই বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ১৫৭ নেত্রকোনা – ১ আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।

ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় এসেছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ৯নং ওয়ার্ডের সনাতন ধম্মালম্বীদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। ওই এলাকার হরিমন্দিরে আগত সাতদিন ব্যাপী কীর্তনে, ষাট কেজি মিস্টি এবং হরিমন্দিরে গেইট, লাইটিং সহ ডেকোরেশন করে দেয়ার দাবী রাখেন সনাতন ধর্ম্মালম্বী ভাই-বোনেরা। ওই দাবীর প্রেক্ষিতে সোমবার (২৪ নভেম্বর) রাতে মন্দির কমিটি ও সনাতনী এক বোন নন্দিতার হাতে ষাট কেজি মিস্টি তুলে দেন উপজেলা বিএনপি‘র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম দিশারী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি‘র নেতাকর্মীগণ।

 

বিএনপি নেতা ডাঃ শরাফত আলী বলেন, ‘‘ধর্ম যার যার-উৎসব সবার’’, সনাতনধর্ম্মালম্বী ভাই-বোনেরা আমাদের দেশেরই সন্তান। আমরা এই মাটির সন্তান হিসেবে তাদের সকল নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। সাতদিন ব্যাপি কীর্তনে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শান্তিপুর্নভাবে কীর্তন সম্পন্যের লক্ষে আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নির্দেশে কীর্তনে অবস্থান করছি।

 

বিএনপি নেতা আব্দুস সালাম দিশারী বলেন, আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাই বলেন, কথায় নয় আমরা কাজে বিশ^াসী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশেই প্রান্তিক পর্যায়ে বিএনপি কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে এই ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় এসেছিলেন তিনি, পরবর্তিতে হিন্দু ভাই-বোনদের দাবীর প্রেক্ষিতে ইতোমধ্যে ডেকোরেশনের মাধ্যমে মন্দির সাজিয়ে দেয়া হয়েছে এবং আজকে মিস্টি বিতরণ করা হলো। মিস্টি পেয়ে সনাতনধর্ম্মালম্বী ভাই-বোনেরা কায়সার কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

মন্দির কমিটির সভাপতি জীবন পাল বলেন, আমাদের হরি মন্দিরে অনেক আগে থেকেই কীর্তন করি। বিগত ২০ বছরের মধ্যে কোন নেতাই এই মন্দিরের কীর্তনে এতবড়ো সহায়তা করেননি। আমরা উনার কাছে এই সহায়তা টুকু চাইতেই, উনি মুচকি হাসি দিয়ে বললেন, এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আপনাদের উৎসব মানে-আমাদেরও উৎসব। বিএনপি‘র দলীয় নেতাকর্মীরা কীর্তনে এসে নানা কাজে সহায়তা করা আমার এতো বয়সে আমি কোনদিন দেখিনি। গত দুর্গাপুজায় ব্যারিস্টার সাহেব প্রতিটি মন্দিরে সহায়তা করেছেন এমনকি বিশৃঙ্খলা এড়াতে মন্দিরে মন্দিরে পাহাড়া বসিয়ে আমাদের যে নিরাপত্তা দিয়েছেন, আমরা এই মহান নেতার প্রতি কৃতজ্ঞ। এমন মানবিক নেতাকেই আমরা আগামী নির্বাচনে নির্বাচিত করবো।