Search
Close this search box.

৪ ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ টুডে:- রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, বস্তির মহাখালী অংশ থেকে বনানী অংশের দিকে আগুন নেভাতে নেভাতে এগোচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে বস্তির বনানী অংশে আগুনের তীব্রতা বাড়ছে।

বাসিন্দারা অভিযোগ করেন, আগুন নেভাতে আমরা হেলিকপ্টার চাইছি কিন্তু এখনও পাঠানো হচ্ছে না। গরিব বলে কি আমাদের অবহেলা করা হচ্ছে? এ সময় আন্দোলনের সময় হেলিকপ্টার পাওয়া যায় বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল।