Search
Close this search box.

চাঁপাইনবাবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের হাতে ছেলের মৃত্যুর অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্তানকে শাসন করতে গিয়ে মায়ের হাতে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম আশিক (১২)। সে গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আলেয়া বেগম তার শিশু পুত্র আশিককে শাসন করতে গিয়ে কিল-ঘুষি ও লাথি মারে। এ সময় স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই আশিক মারা যায়।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।