Search
Close this search box.

কড়াইল বস্তিতে আগুন তৃতীয় দিনেও খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- আগুনে নিঃস্ব কড়াইল বস্তির হাজারও পরিবার। আগুন লাগার তৃতীয় দিনেও খোলা আকাশের নিচে দিন–রাত কাটছে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা।

⇒ দেড় হাজারেরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। সীমিত সামর্থ্যের মাঝেও আগুনের আগে যাদের দিন কাটত নিজের ছন্দে।

আজ তাদের শেষ সম্বল আকাশ আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা পোড়া ধ্বংসস্তূপ। এখনও ছাইচাপা ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছেন তারা। পুড়ে যাওয়া মালপত্রের ভেতর থেকে টিকে থাকার শেষ সম্বল খুঁজে বের করার চেষ্টা। খোলা আকাশের নিচে রাত কাটানোদের মধ্যে অসুস্থ হচ্ছেন শিশুরা।

যদিও কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা ও রাজনীতিবিদদের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে খাবার ও পোশাক পেয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে তা অপ্রতুল বলছেন বস্তিবাসীরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, যারা এখানে সাহায্য-সহযোগিতা করছেন, ভালো করে সবার মধ্যে বন্টন করলে, সেক্ষেত্রে আমরা কিছুটা সুবিধা পাচ্ছি।