Search
Close this search box.

মেহেরপুরে ছাদ থেকে পড়ে মোটরসাইকেল মেকানিক পিন্টুর মৃ’ত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেরপুর প্রতিনিধি:- মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মোটরসাইকেল মেকানিক পিন্টু (৫০) ছাদ থেকে পড়ে আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন।

শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির ছাদে ওঠেন পিন্টু। এসময় হঠাৎই তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত পিন্টু দীর্ঘদিন ধরে মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করেছেন মেহেরপুর সদর উপজেলার মোটর মেকানিকের সভাপতি দায়িত্ব পালন করেছেন । মোটর মেকানিকের কাজ করেই তার সংসারের ভরণ পোষণ করতেন মৃত্যুর সময় তার  স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃ’ত্যু’তে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।