Search
Close this search box.

দেশের যেকোনো প্রয়োজনে কাজ করবে বিমানবাহিনী: এয়ার চিফ মার্শাল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, দেশের যেকোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ করবে বিমানবাহিনী। সবার নিরলস পরিশ্রম বিমান বাহিনীটিকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

রোববার (৩০ নভেম্বর) সকালে বিমান বাহিনীর সদর দফতরে শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পদক প্রদান শেষে বিমান বাহিনী প্রধান বলেন, আত্মতৃপ্তির চাইতে বড় কোনো পদক নেই। যারা পদক পাননি মন খারাপ না করে আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। উৎসাহ হারানো যাবে না। শান্তিকালীন পদকের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই বছর বিমানবাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনা শান্তিকালীন পদক পান।