Search
Close this search box.

৪ বছর পর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত:- দীর্ঘ ৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। আগামী বৃহস্পতিবার দু’দিনের সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি পৌছাবেন প্রেসিডেন্ট পুতিন।

মূলত, দ্বীপাক্ষীক বানিজ্যিক সম্পর্ক দৃঢ় করতেই রুশ প্রেসিডেন্টের এই সফর। জোরালো সম্ভাবনা রয়েছে একটি প্রতিরক্ষা চুক্তিরও। ভারতকে গুরুত্বপূর্ণ জ্বালানী, মিসাইল সিস্টেম ও ফাইটার জেট সরবরাহ বিষয়ে বিস্তর আলোচনা করতে এ দফায় মুখোমুখি বসবেন পুতিন-মোদি।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ সিং বলেন, ভারতের অস্ত্র, প্রযুক্তির পাশাপাশি অন্যান্য বহু ক্ষেত্রে রাশিয়া দীর্ঘদিন ধরে আমাদের নির্ভরযোগ্য সহযোগী। আমারে মনে হয়না ট্রাম্পের শুল্কের হুশিয়ারির কাছে বিচলিত হয়ে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে রাশিয়াকে ফেলে যুক্তরাষ্ট্রকে বেছে নেবে ভারত।

তবে দু’দেশের সম্পর্কের মাঝে প্রধান বাধা রাশিয়ার থেকে তেল আমদানির দায়ে ভারতের উপর আরোপিত মার্কিন শুল্ক। তার সাথে রয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোয় রাশিয়ার উপর মার্কিনী ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা।

ডোনাল্ড ট্রাম্পের লাগাতার হুঁশিয়ারির পরও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে ভারত। যার জেরে গেলো অগাস্ট মাসে ভারতের উপর অন্তত ৫০ শতাংশ শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এতসব টানাপোড়েনের মধ্যেও ভাটা পড়েনি রুশ-ভারত দ্বীপাক্ষিক নির্ভরশীলতায়। ফলস্বরূপ, শুল্ক ও নিষেধাজ্ঞার বিপত্তি উপেক্ষা করে এ দফায় সফলভাবে দু’পক্ষের মাঝে প্রতিরক্ষা ও বানিজ্য চুক্তির বিষয়টি নিশ্চিত করতেই ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট পুতিন।

ভারতীয় বিমান বাহিনীর অন্যতম শক্তি, রাশিয়া নির্মিত অত্যাধুনিক ফাইটার জেট সুখোই থার্টি। ভারতীয় দুই কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানা গেছে, এবার ভারতকে নিজেদের সবচেয়ে উন্নত এস ইউ-ফিফটি সেভেন ক্রয়ের প্রস্তাব দিতে যাচ্ছে রাশিয়া। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি দিল্লি।

২৩তম ভারত-রাশিয়া দ্বীপাক্ষিক বার্ষিক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করবেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রধানের সাথে আরও থাকবেন দেশটির প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান জাইবারবাঙ্ক এর প্রতিনিধিরা। এছাড়াও রুশ অস্ত্র রপ্তানীকারক প্রতিষ্ঠানের পাশাপাশি আলোচনায় আরও থাকবে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ২ জ্বালানী সংস্থার প্রধান নির্বাহীরা।