বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত:- দুই দিনের সফরে ভারত পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই।
এসময় দুই নেতার কর্মদন, আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য চোখে পড়ে। এরপর রাতে দুই নেতা মিলিত হবেন বিশেষ প্রাইভেট ডিনারে।
সফরে ক্রেমলিন প্রধান ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ-আলোচনা হবে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে।
আগামীকাল ৫ ডিসেম্বর পুতিনের সফর সূচিতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। দিনের শুরুতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেয়া হবে রুশ প্রেসিডেন্টকে। এরপর তিনি রাজঘাটে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়ার কথাও রয়েছে দুই নেতার।
এছাড়া ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফিকি আয়োজিত এক ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন পুতিন। দিনশেষে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন তিনি। সন্ধ্যায় তার ভারত ত্যাগের কথা রয়েছে।





