Search
Close this search box.

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মৌলভীবাজার প্রতিনিধি:- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

নিহত যুবক কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে।

পরে সে দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিতে যুবকটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।