Search
Close this search box.

১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচি থেকে সংগঠনটির মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী এই দাবি জানান।

নেতারা বলেন, দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নে অন্তর্বতী সরকারের কোনও গড়িমসি মেনে নেয়া হবে না। ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করে জানুয়ারি থেকে ৯ম পে স্কেল কার্যকর করতে হবে।

বেতন ও পদ বৈষম্য নিরসন করতে হবে। এই সময়ের মধ্যে গেজেট না হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।