হবিগঞ্জ জেলা প্রতিনিধি:- হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবর্জনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রের সীমানার ভেতরে ময়লার স্তূপে হঠাৎ করেই আগুন লাগে।
কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ কেন্দ্রের ওই অংশে অকেজো ফিল্টার রাখা ছিল। সেখানে লোকজনের যাতায়াতও তেমন নেই। বিকেল ৪টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





