নিউজ টুডে:- বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান ‘লিওনার্দো স্পা’ থেকে আধুনিক ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে।
এ উদ্দেশ্যে আজ মঙ্গলবার ঢাকা বিমানবাহিনী সদর দপ্তরে দুই পক্ষের মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়।স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লেটার অব ইনটেন্ট অনুযায়ী, লিওনার্দো স্পা বাংলাদেশ বিমানবাহিনীকে অত্যাধুনিক ‘ইউরোফাইটার টাইফুন’ মাল্টি-রোল যুদ্ধবিমান সরবরাহ করবে।
এই যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখ সারির অপারেশনে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।





