Search
Close this search box.

বাচ্চা নেয়ার কথা শরীর বললেও মন বলছে না: রিয়া চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেস্ক:- পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও খোলামেলা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বিয়ে, মাতৃত্ব, সামাজিক চাপ—এসব প্রসঙ্গে প্রায়ই মুখ খোলেন তিনি।

এ বার নিজের পডকাস্টে রিয়া আলোচনা তুললেন এগ ফ্রিজিং বা ডিম্বাণু হিমায়িত করার প্রসঙ্গ।রিয়ার কথায়, ‘আমার বয়স ৩৩।

সম্প্রতি আমি এগ ফ্রিজ়িং নিয়ে এক জন গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করেছি। আমিও ভাবছি এটা করব। আমাদের বডি ক্লক মাঝে মাঝে বলে—বাচ্চা নাও। কিন্তু মাথা বলে—তুমিই তো এখনও বাচ্চা! ব্র্যান্ড, ব্যবসা, ক্যারিয়ার… সব সামলে আবার বাচ্চা মানুষ করবে কে?

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী ২০০৯ সালে বিনোদন জগতে প্রথম পা রাখেন। একজন জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে তার পরিচয় হয় ইন্ডাস্ট্রির সঙ্গে। তার পরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে চর্চায় আসেন অভিনেত্রী।

২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক সুবিধা নেওয়া এবং মাদক যোগানের অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। একই মামলায় তার ভাইকেও আটক করা হয়। তবে স্পষ্ট প্রমাণের অভাবে রিয়া জামিন পান।

বিয়ে নিয়ে সমাজ যে নির্দিষ্ট বয়সের চাপ দেয়, তা তিনি মানেন না। রিয়ার ভাষায়, ‘বিয়ের কোনও ‘‘সঠিক বয়স’’ বলে আমি বিশ্বাস করি না। বিয়ে করার প্রচুর সময় আছে।

অনেক বন্ধুরাই ২০ থেকে ৩০ বছর বয়সে এগ ফ্রিজ়িং করিয়েছিলেন বলেও জানিয়েছেন রিয়া। তবে তিনি পরিবার শুরু করার আগে ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে হয় বলে মনে করেন।

এগ ফ্রিজ়িং বিষয়টা শারীরিকভাবে খুব যন্ত্রণাদায়ক। তাই অভিনেত্রী উল্লেখ করেছেন, যদি কেউ মনে করে এই পদ্ধতি গ্রহণ করবে, তবে দেরি না করে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।