Search
Close this search box.

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:– দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নানা আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি রুখবো – সোনার বাংলা গড়বো, এই শ্লোগানটি যদি নিজেদের মধ্যে লানল করতে পারি তাহলেই নিজেদের মধ্য থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। সমাজের প্রতিটি ক্ষেত্রে সকলকে প্রতিবাদী হতে হবে। সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি রুখতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।