Search
Close this search box.

পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি নির্বাচনের পর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য আগামী ৫ মার্চ ধার্য করেছেন।

পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেয়া উচিৎ বলে আপিল বিভাগকে জানালেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এদিন, অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতিকে বলেন, আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাননা, যা নিয়ে প্রশ্ন ওঠে।

বিএনপির আইনজীবীরা বলেন, দেশের মানুষ নির্বাচনমূখী। দুই মাসে পর নির্বাচন। এখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পরবর্তী সংসদের জন্য সংস্কারে জটিলতা তৈরি হবে।

পরে, ব্যারিস্টার সারা হোসেন বলেন, সংবিধানের পরবর্তী সংশোধনে যাতে মুক্তিযুদ্ধের বিষয়গুলো অক্ষুণ্ণ থাকে।