বিনোদন ডেস্ক:-ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, যিনি তার রূপ ও অভিনয় দক্ষতায় আজও দুই প্রজন্মের হৃদয়ে রাজত্ব করছেন।
নব্বই দশকের শেষ ভাগে যখন তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন, তখন থেকেই আড়াই দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও তার লাস্যময়ী উপস্থিতি অটুট রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা যথেষ্ট বেশি, যেখানে তিনি নিয়মিত নিজের মনোমুগ্ধকর ছবি শেয়ার করেন এবং ভক্তরা তাকে ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়ে রাখেন। বিশেষ করে তার ‘বয়স যেন থেমে গেছে’ এই অতুলনীয় সৌন্দর্য নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, কালো রঙের শাড়িতে সজ্জিত পূর্ণিমা, সঙ্গে মিলিয়ে গহনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।
ছবি প্রকাশের পর মুহূর্তেই কমেন্ট বক্স ভরে ওঠে ভক্তদের প্রশংসায়। কারও মন্তব্য, ‘আপনি সেই আগের মতোই সুন্দর। আবার কেউ লিখেছেন, ‘বয়স বাড়েনি, দিনে দিনে সুন্দরী হচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘কালোতে আপনি বেশিই সুন্দর।’
এছাড়াও অনেকে তার নতুন স্টাইল, মেকআপ ও ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেন।





