মানিক মিয়া ঢাকা:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে গত ৫ ডিসেম্বর দেশে আসেন জুবাইয়া রহমান। তবে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার অনুমতি দেয়নি তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।





