Search
Close this search box.

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পোড়ানো চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত ১২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেন।

এর আগে, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের আবেদন করা হলে, বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ গাছের সাথে বেঁধে পোড়ানোর চেষ্টা চালানো হয়। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপরদিকে, আজ দুপুরে মোকামিয়াকান্দা গ্রামে শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন জেলা প্রশাসক। এ সময়, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।