Search
Close this search box.

তদন্তে আসছে নারীর নাম চায়ের দোকানে নয়, মোতালেব গুলিবিদ্ধ হন বাসায়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খুলনা ব্যুরো প্রধান:- খুলনায় এনসিপি’র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকেই মোতালেবের গুলির ঘটনা নিয়ে ছিল তোলপাড়। কেন তাকে গুলি করলো, এর পেছনে রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা, তা নিয়ে চলেছে আলোচনা। বিকেল হতে হতেই ঘটনা মোড় নেয় অন্যদিকে।

শুরুতে সোনাডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে মোতালেবকে গুলি করা হয়, এমন খবর শোনা গিয়েছিল। পরে পুলিশ জানায়, ঘটনাটি তেমন নয়। সোনাডাঙ্গার মজিদ সরণির একটি বাসায় তাকে গুলি করা হয় বলে জানায় পুলিশ। গতরাতে একটি ওষুধের দোকানের সামনে গাড়ি রেখে হেঁটে ওই বাড়িতে প্রবেশ করেন মোতালেবসহ তিন যুবক। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সাথে থাকা সহযোগীরাই গুলি করে মোতালেবকে।

মাস খানেক আগে বাসাটি ভাড়া নেন এক নারী। রাতের বেলায় অপরিচিত মানুষের যাতায়াতের কারণে সম্প্রতি তাকে বাসাটি ছেড়ে দেয়ার নোটিশ দেন বাড়ির মালিক। মোতালেবকে গুলির পর পুলিশ অভিযান চালিয়ে বাসা থেকে মাদক ও গুলির খোসা পেয়েছে।

আহতের পরিবার জানায়, মোতালেব এক সময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে যোগ দেন এনসিপি’র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে।