Search
Close this search box.

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শরীয়তপুর জেলা প্রতিনিধি:- শরীয়তপুরে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের চৌরঙ্গীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছিল স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের এক কর্মী পাশ দিয়ে যাওয়ার সময় বাকবিতণ্ডায় জড়ায়।

বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষের উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।