Search
Close this search box.

কুষ্টিয়ায় ভারতীয় নাগরিক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর নিয়মিত সীমান্ত টহল অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৮৪/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান থেকে নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত টহল দল তাকে আটক করে।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। আটককৃত ব্যক্তি এম বাবু (৪৫)। তার পিতা মৃত আব্দুল আজিজ শেখ এবং মাতা মৃত রোকেয়া বেগম। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামে।

আটককৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৭ হাজার টাকা মূল্যের ধূর (গাঁজা) জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।