Search
Close this search box.

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :– নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি যুব সদস্যদের আয়োজনে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিরিশিরি ওয়াইএমসিএ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও ক্রিসমাস সংকীর্তন অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে রাখেন নেত্রকোণা- ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বিরিশিরি ওয়াইএমসিএ’র সভাপতি জেমস প্রবাল আরেং, বিরিশিরি ওয়াই ডব্লিউ সিএ’র সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, দেবীগঞ্জ সার্কেলের এএসপি সামুয়েল সাংমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, এডভোকেট সোহেল খান, বারমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কবি সজীম শাইন, উদযাপন কমিটির উপদেষ্টা. কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সজীব রেমা, ডন বস্কো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা, ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়িয়ার এরিয়া ম্যানেজার শান্তি দেবনাথ।

 

প্রধান অতিথি কবি পরাগ রিছিল বলেন, বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং প্রধান ধর্মীয় উৎসব। যিশু পৃথিবীতে এসেছিলেন মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতে, যা এবারের উৎসবের মূল বার্তা। সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ বার্তা বয়ে আসবে বড়দিনে এটাই প্রত্যাশা করি।

 

ব্যারিস্টার কায়সার কামাল সকলকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই সম্প্রদায়ের শিক্ষা তথা জীবনমান এবং চাকুরির ক্ষেত্রে যেনো আরো বেশি অংশগ্রহণ করাতে পারি সেই লক্ষে আমি কাজ করবো।

আলোচনা শেষে, খ্রষ্টধর্মীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের কৃষ্টি তুলে ধরে সংগীত ও নৃত্য পরিবেশন করে। পরিশেষে ঢাকা থেকে আগত শিল্পীরা ব্যান্ড সংগীত পরিবেশন করেন।