Search
Close this search box.

ঋণখেলাপিই থাকছেন মান্না, আদেশ বহাল থাকলে লড়তে পারবেন না নির্বাচনে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন সিনিয়র রিপোর্টার:- ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

ফলে আপাতত ঋণখেলাপিই থাকছেন তিনি। বিধান অনুযায়ী ঋণখেলাপীরা নির্বাচনে দাঁড়াতে পারেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

এদিকে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করতে পারবেন মান্না। তবে আগামী তিনদিন আপিল বিভাগে ছুটি থাকবে। এরপর তিনি আদেশের বিরুদ্ধে আপীল করতে পারবেন।

প্রসঙ্গত, আজ জোটভিত্তিক সমঝোতার ভিত্তিতে বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন পান মাহমুদুর রহমান মান্না। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয়।

গত ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংকের বগুড়ার বড়গোলা শাখা। মান্না ও তার অংশীদারদের ঠিকানায় পাঠানো নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের কথা বলা হয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।

তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মান্নার ৫০ শতাংশ, এমডি এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ও তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ করে অংশীদার রয়েছে। গত ৩ ডিসেম্বর পাঠানো নোটিশে প্রতিষ্ঠানটির কাছে খেলাপি বিনিয়োগ বাবদ মোট ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়।

নোটিশে বলা হয়, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ করেনি।