Search
Close this search box.

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায়  বড়দিন পালিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:-‘‘স্বর্গ থেকে এসো হে প্রভু – এসো তুমি সকলের হৃদয় মাঝে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী অধুুষিত এলাকা গুলোতে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘‘শুভ বড়দিন’’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

বড়দিন উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলায় এবার ৭০টি গীর্জায় সমবেত ভাবে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, আলোক প্রজ্জলন, কেক কাটা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়েছে।

বিরিশিরি ব্যাপ্টিষ্ট চার্চ এর পুরোহিত পাষ্টার মাইকেল প্রদীপ বাউল জানান, বড়দিন উপলক্ষে প্রতিটি গীর্জায় সকাল থেকেই দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় ৭০টি গীর্জায় একযোগে এ উৎসব পালিত হচ্ছে। উৎসব পালনের জন্য প্রতিটি গীর্জায় ৫শত কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এ উৎসব সম্পন্ন হবে।