রনি মিয়া স্টাফ রিপোর্টার:- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ওই কারখানায় নকল স্ট্যাম্প তৈরির কাজে কর্মরত অবস্থায় ২জনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো, ফরিদপুর জেলার আলমাছ খানের ছেলে মিন্টু খান (৩৫), একই জেলার মোঃ কামাল মিয়ার মোঃ মুন্না ইসলাম মিকাইল(২১)। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এমদাদ হাজীর বাড়িতে সবুজ মোতাহার নামের এক ব্যক্তি ওই বাড়িতে ছাপা কারখানা গড়ে তুলেন।কারখানাটিতে নকল নন জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির খবর পেয়ে থানা পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।পরে কয়েক কোটি টাকা মূল্যের নকল স্ট্যাপ জব্দ করা হয়।
কারখানার মালিক ও গ্রেফতারকৃতূের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।





