Search
Close this search box.

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে নিহত হয়েছেন জাহাজের একজন ক্রু। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুন লাগে।

জানা গেছে, সকালে কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজের ভেতর নাবিক-ক্রুসহ ১৬ জন ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এরইমধ্যে পুড়ে ছাই হয়ে যায় জাহাজের বেশিরভাগ অংশ। নাবিক ও অন্য ক্রুদের স্পিডবোট এবং ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। নুর কামাল নামে এক ক্রুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।