কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, দর্শনা সীমান্ত দিয়ে আধার কার্ড কেড়ে নিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠাল বিএসএফ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর সীমান্তের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ পুশইনের চেষ্টা করে। বিজিবির বাধার মুখে বিএসএফ ওই ১৪ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
এরপর বিএসএফ কৌশল পরিবর্তন করে চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত দিয়ে ২৬ ডিসেম্বর রাতের আঁধারে পুনরায় ওই ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করায়।
পরদিন শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দর্শনা থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। বর্তমানে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকরা পুলিশি হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।





