Search
Close this search box.

৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

এনামুল হক বিশ্বাস:- শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ৮ বিভাগে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) তদন্তের অগ্রগতি নিয়ে ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে এই কর্মসূচি চলবে বলে জানানো হয়।

এর আগে, শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আজ বেলা ১১টা থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তবে সোয়া ১১টায় হাদি হত্যার বিষয়ে ব্রিফিং করবে ডিএমপি। সেটি পর্যালোচনার পরই পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে ইঙ্গিত দেয়া হয়।

এদিকে, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।

গতকাল শনিবার রাতে শাহবাগ মোড়ে ইনকিলান মঞ্চের অবস্থান কর্মসূচিতে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং মূল হোতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে।

আগামী ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে।