Search
Close this search box.

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এদিকে, তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। গতকাল শনিবার রাতে ইসির এনআইডি উইং এ তথ্য নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করার আবেদন আজ রোববার চূড়ান্ত হবে।

আইন অনুযায়ী, কমিশন সভার অনুমোদনের পরই ভোটার তালিকায় তারেক রহমান ও জাইমা রহমানের নাম উঠবে। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাওয়া যাবে। ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারা।