Search
Close this search box.

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধান্ত: নাহিদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়াক নাহিদ ইসলাম।

এছাড়াও আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে এনসিপির রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

নাহিদ বলেন, জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সমঝোতায় এনসিপির যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দেবেন। সারাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবো।

এনসিপি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য দলের যাদের প্রার্থী থাকবে, এই সমঝোতায় তাদেরকে সহায়তা করবে। তাদের পক্ষে ক্যাম্পেইন করবে।