Search
Close this search box.

নেত্রকোনায় বিএনপি প্রার্থী কায়সার কামালের মনোনয়নপত্র দাখিল 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল রবিবার বেলা আড়াইটার দিকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের সময় দূর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন।

 

এসময় দূর্গাপুর পৌরশহরের বুরুংগা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ, ট্রাইব্যাল এসোসিয়েশনের সভাপতি গিলভার্ট চিচাম, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন সাহা, উপজেলা বিএনপির সভাপতি জিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, সহঃসভাপতি ড. অন্জন চিচাম ও কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ সহযোগিতা করেন।

উল্লেখযোগ্যভাবে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট মাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু উপস্থিত ছিলেন।

 

মনোনয়নপত্র দাখিলের পর ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের মাধ্যমে বলেন, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহবান জানাই। জনগণের সমর্থনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে।