Search
Close this search box.

দৌলতপুর বোয়ালিয়ার মধুগাড়ী বাঁশঝাড় থেকে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়ার মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে মঙ্গলবার দৌলতপুর থানা পুলিশ।

সেহালার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা, স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপুল আলীর ছেলে। সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে উপড় হয়ে পড়ে থাকে সিয়ামের লাশ দেখতে পায়। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত সিয়ামের পিতা শিপুল আলী জানায়,সোমবার বিকাল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়।

এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের পেছনের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বিকেলে লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।