মবিনুর রহমান রিমন:- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শহর থেকে গ্রাম, গোটা ছাপান্ন হাজার বর্গমাইলজুড়ে তৈরি হয় শোকাবহ পরিবেশ।
পার্টি অফিসগুলোর সামনে দেখা গেছে নেতাকর্মীদের ভিড়। চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে। বিভিন্ন জেলা-উপজেলায় আয়োজিত হচ্ছে দোয়া-মোনাজাত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে তার শৈশব-কৈশরের স্মৃতিবিজরিত দিনাজপুরে। এখানকার আলো-বাতাসে বেড়ে উঠেছিলেন দেশনেত্রী। স্কুলজীবন থেকে দাম্পত্য শুরু হওয়া পর্যন্ত ছিলেন এখানেই। পৈতৃক বাড়ি তৈয়বা ভিলায় খালেদা জিয়া ও তার পরিবারের স্মৃতি এখনও সংরক্ষিত। স্বজন প্রতিবেশিরা ভিড় করছেন সেখানেও।
ভোরের আলো ছড়িয়ে পড়ার আগেই সারাদেশের মতো শোকেস্তব্ধ হয়ে পড়ে বগুড়া। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকার পুত্রবধূ খালেদা জিয়া, যাত্রা করেছেন অনন্তলোকে। টানা কয়েকদিন ধরে কুয়াশায় ঢেকে থাকা বগুড়া, মুহূর্তেই যেন শোকে আরো গুমোট হয়ে ওঠে।
নেত্রীর মহাপ্রয়াণের খবরে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অশ্রু সজল চোখে শহরের নবাব বাড়ি সড়ক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে, জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। ১৯৮১ সালের পর থেকে যেই নেত্রীর নামে রাজপথে-সমাবেশে মুহুর্মুহু স্লোগান দিয়ে চারপাশ প্রকম্পিত করতেন নেতাকর্মীরা, আজ সেই নেত্রীর কথা বলতে গিয়ে বাঁধভাঙ্গা কান্নায় রুদ্ধ হতে দেখা যায় একাধিক কণ্ঠস্বর।
এছাড়া খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর মেহেরপুরে বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষেরা জড়ো হতে থাকে শহরের কাসারী বাজারে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে। এসময় শোকের কালো ব্যাজ ধারণ করেন বিএনপি সমর্থকরা।
রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে শোক বই স্বাক্ষর কর্মসূচি ও দোয়া। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকে দলীয় কার্যালয়ে চলছে কোরআন তেলাওয়াত কর্মসূচি।
রংপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় কার্যালয়ে ওলামা দলের উদ্যোগে চলছে কোরআন খানি। বিকেল থেকে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় উপস্থিত হতে রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এজন্য বাস-ট্রেন এবং মাইকেরও বন্দোবস্ত করা হয়েছে।
ঝিনাইদহে জেলা বিএনপি’র শোক বইতে স্বাক্ষর ও কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এদিন দুপুর ১টায় শহরের এইচএসএস সড়কে অবস্থিত দলের প্রধান কার্যালয়ে পবিত্র কুরআন খতম, কালো ব্যাজ ধারণ, শোক বইতে স্বাক্ষরসহ নানা কর্মর্সূচির মধ্য দিয়ে শোক প্রকাশ করা হয়। মুন্সিগঞ্জেও বেগম খালেদা জিয়ার জন্য অনুষ্ঠিত হয়েছে দোয়া-মোনাজাত।
টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় কোরআন খতমের। এতে ১২ জন হাফেজ অংশ নেয়। কোরআন খতম শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সদর উপজেলার প্রতি ওয়ার্ড ও ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া দলীয় প্রধানের ইন্তেকালে দেশের সব পার্টি অফিসেই অর্ধনমিত করে রাখা হয়েছে দলীয় পতাকা। কালো ব্যাজ ধারণ করেছেন নেতাকর্মীরা।





