Search
Close this search box.

দুর্বল ৫ ইসলামী ব্যাংক আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- সংকটে পড়া পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এর জন্য চূড়ান্ত করা হয়েছে ব্যাংক রেজল্যুশন স্কিম।

এই স্কিম অনুযায়ী, আমানতকারীদের অর্থ ফেরতের জন্য ধাপে ধাপে একটি নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক বিলুপ্ত করে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে নতুন এই ব্যাংকটি গঠন করা হয়েছে।

রেজল্যুশন স্কিম অনুযায়ী, আমানতের পরিমাণের ভিত্তিতে টাকা ফেরতের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

 

যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আমানত সুরক্ষা আইনের আওতায় এই অর্থ যেকোনো সময় নতুন ব্যাংক থেকে উত্তোলন করা যাবে।

 

২ লাখ টাকার বেশি আমানত

২ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। প্রথম ২ লাখ টাকা যেকোনো সময় উত্তোলনযোগ্য। পরবর্তী প্রতি ১ লাখ টাকা প্রতি ৩ মাস অন্তর উত্তোলনের সুযোগ। অবশিষ্ট অর্থ কার্যকর তারিখের ২৪ মাস পর উত্তোলনযোগ্য হবে।

এফডিআর ও স্থায়ী আমানতের ক্ষেত্রে বিধিনিষেধ

 

যেসব গ্রাহকের ৩ মাস বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে, তারা মেয়াদ পূর্ণ হওয়ার আগে তা ভাঙাতে পারবেন না। স্কিম অনুযায়ী এসব আমানত স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।

 

• ৩ মাস মেয়াদি আমানত: তিনবার স্বয়ংক্রিয় নবায়ন

 

• ১–২ বছর মেয়াদি আমানত: ৩ বছর মেয়াদি আমানত হিসেবে গণ্য

 

• ৪ বছরের বেশি মেয়াদি আমানত: মেয়াদ শেষে উত্তোলনযোগ্য।

গুরুতর অসুস্থদের জন্য বিশেষ সুবিধা ক্যানসার, কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় সময়সীমা শিথিল করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা নির্ধারিত সীমার বাইরে গিয়েও অর্থ উত্তোলন করতে পারবেন।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে শেয়ার রূপান্তর রেজল্যুশন স্কিম অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের একটি বড় অংশ—প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা—নতুন ব্যাংকের খ-শ্রেণির শেয়ারে রূপান্তর করা হবে। অন্যান্য প্রতিষ্ঠান ও ট্রাস্টের ক্ষেত্রেও আমানতের একটি অংশ শেয়ার হিসেবে গণ্য হবে। এসব শেয়ার থেকে ভবিষ্যতে লভ্যাংশ পাওয়ার সুযোগ থাকবে।

কেন এই রেজল্যুশন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত এক বছরে একাধিক দফা তারল্য সহায়তা দেওয়া হলেও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কোনো টেকসই উন্নতি হয়নি। সুশাসনের অভাব ও উচ্চ খেলাপি ঋণের কারণে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া সম্ভব হচ্ছিল না।

এই প্রেক্ষাপটে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫–এর আওতায় পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক মনোনীত সাত সদস্যের পরিচালনা পর্ষদ ব্যাংকটির দায়িত্ব পালন করছে।