Search
Close this search box.

নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাটোর প্রতিনিধি:-নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলী ছেলে চালক সোহাগ হোসেন ও টাঙ্গাইলের নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক ও যাত্রী নিহত হয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে।