Search
Close this search box.

পাবনায় ডিবির অভিযানে তিনটি অস্ত্র-গুলিসহ আটক ৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা জেলা প্রতিনিধি:– পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র, বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে।বুধবার (১ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাবনা জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশের একটি দল ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে গত ৩১ ডিসেম্বর রাতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলভার এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

অন্য একটি অভিযানে দক্ষিণ রাঘবপুর এলাকার শায়েস্তা খান রোডে অবস্থিত একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির মধ্যে ৪২টি তাজা এবং ১১টি ফায়ার্ড কার্তুজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এছাড়া, পূর্ব শালগাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক করা হয়। এসব অভিযানে সর্বমোট চারজনকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।