Search
Close this search box.

আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত না হলে ভোট করবে না জাতীয় পার্টি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত না থাকলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি। চট্টগ্রামে নিজের কর্মী অপহরণের অভিযোগ এনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গুলশানে নিজ বাসায় এক জরুরী সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ এমনটা জানান।

তিনি বলেন, দেশে এখন মব কালচার চলছে। তার বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ হচ্ছে। ইচ্ছাকৃতভাবে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিলে করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা ছিলো। কিন্তু সেরকম কোন উদ্যোগ দেখছেন না তারা। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হচ্ছে। তবে হুমকি দিয়ে তাদের নির্বাচন থেকে বাইরে রাখা যাবে না বলেও মন্তব্য করেন জাপার এই নেতা।