Search
Close this search box.

তারেক রহমানের সঙ্গে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ নেতাদের সাক্ষাৎ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পরিষদের নেতারা সেখানে যান।

শনিবার (৩ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে জানানো হয়, তারেক রহমান সংখ্যালঘু বিভাজনে যেতে চান না বলে বৈঠকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদেরকে জানিয়েছেন।

সাক্ষাৎকালে তারেক রহমান ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী শ্রীশ্রী, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র

পাল।