নিউজ ডেস্ক:- ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।
জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এমন ঘোষণা দেখে কেউ ভেবে বসবেন না যে সরকার ঘোষিত দামেই সিলিন্ডার কিনে বাসায় ফিরতে পারবেন। বাজারে গেলে একটি সিলিন্ডার কিনতে আপনাকে গুনতে হবে কমপক্ষে ২ হাজার টাকা।
কোনো কোনো দোকানি হাঁকছেন আরও বেশি। অর্থাৎ, সরকারি দরের সঙ্গে বাজারের কোনো সামঞ্জস্যই নেই।
শনিবার মিরপুরের বিভিন্ন দোকানে ঘুরে দেখা গেছে, সিলিন্ডার পর্যাপ্ত মজুত। কিন্তু দোকানিরা বলছেন, মজুত কম। তাদের বলা হয়েছে, গ্যাস আসছে না। দাম ‘ওপর’ থেকেই বাড়ানো হয়েছে। তাই দোকানিরাও দাম বাড়িয়েছেন।
‘ওপর’ এ থাকা লোকজন কারা? এমন প্রশ্ন এক দোকানি উল্টো খোঁজ নেয়ার পরামর্শ দেন।
আরেক বিক্রেতা বলেন, গ্যাসের সিলিন্ডারের চাহিদা অনেক। নিয়মিত ক্রেতাকে তিনি দুই হাজার টাকায় দিচ্ছেন। যারা তার কাছে নিয়মিত কেনেন না, তারা এলে দাম চাইছেন প্রতি সিলিন্ডার ২২০০ টাকা।
ঘর-গেরস্থালির রান্নায় সবচেয়ে বেশি ব্যবহার হয় ১২ কেজির এলপিজি সিলিন্ডার। সেটা সরকার যে দাম বেধে দেয়, সে দামেই বিক্রি করার নির্দেশনা দেয়া আছে। কিন্তু নির্ধারিত দরের চেয়ে দেড়-দুইশ’ টাকা বেশি নেওয়ার রেওয়াজ চালু আগে থেকেই। এবার একলাফে দাম ৭০০/৮০০ টাকা বেড়ে যাওয়াকে অস্বাভাবিক বলছেন ভোক্তারা।
এদিকে ভোক্তাদের অভিযোগ জানানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ (২৪/৭) খোলা রয়েছে। অনলাইনে www.dncrp.com-এ অভিযোগ করা যায়।





